SAMSAPTAK -ISSN-2454-4884

সংশপ্তক পত্রিকা - ISSN-2454-4884

SAMSAPTAK (ISSN: 2454-4884) IS A BENGALI PEER -REVIEWED & REFEREED JOURNAL

সংশপ্তক পত্রিকায়
WELCOME TO

SAMSAPTАК

Double Blind Review Process for Research Paper Evaluation-

The Double Blind Review process evaluates research articles while keeping both the authors and reviewers anonymous. The main goal of this system is to ensure fairness in evaluation, judging the article only on its academic quality and research contribution. 

According to the “Suggestive Parameters for Peer-Reviewed Journals” outlined in the UGC-CARE Public Notice, Higher Educational Institutions should have a clear and transparent peer review policy. The double blind method meets this requirement since reviewers are not swayed by the author’s name, affiliation, or professional status. 

In this process, the editorial office removes any identifying information about the author from the manuscript before sending it to independent reviewers. These reviewers assess the article’s originality, research methodology, data analysis, relevance to the journal’s scope, and compliance with ethical standards, and they provide feedback along with their recommendations. 

Double blind review helps maintain the quality, credibility, and international standards of a journal. It ensures fair evaluation for authors, gives readers high-quality content, and boosts the academic reputation of the publication.From this year (2025), Samsaptak journal will follow the Double Blind Review process for evaluating research articles.

সংশপ্তক
গবেষণা প্রবন্ধ মূল্যায়নের জন্য ডবল ব্লাইন্ড রিভিউ প্রক্রিয়া

ডবল ব্লাইন্ড রিভিউ প্রক্রিয়ায় গবেষণা প্রবন্ধ এমনভাবে মূল্যায়ন করা হয় যাতে লেখক ও রিভিউয়ার উভয়ের পরিচয় গোপন থাকে। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হলো মূল্যায়নে ন্যায্যতা নিশ্চিত করা এবং প্রবন্ধকে শুধুমাত্র তার একাডেমিক গুণমান ও গবেষণাগত অবদানের ভিত্তিতে বিচার করা।

UGC-CARE নোটিশে বর্ণিত “Suggestive Parameters for Peer-Reviewed Journals” অনুযায়ী, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি সুস্পষ্ট ও স্বচ্ছ রিভিউ নীতি থাকা উচিত। ডবল ব্লাইন্ড পদ্ধতি এই শর্ত পূরণ করে, কারণ এতে রিভিউয়ার লেখকের নাম, প্রতিষ্ঠান বা পেশাগত মর্যাদার দ্বারা প্রভাবিত হন না।

এই প্রক্রিয়ায় সম্পাদকীয় দপ্তর প্রথমেই প্রবন্ধ থেকে লেখকের সমস্ত পরিচয়সংক্রান্ত তথ্য মুছে ফেলে, তারপর তা স্বাধীন রিভিউয়ারদের কাছে পাঠায়। রিভিউয়াররা প্রবন্ধের মৌলিকতা, গবেষণার পদ্ধতি, তথ্য বিশ্লেষণ, পত্রিকার উদ্দেশ্যের সঙ্গে প্রাসঙ্গিকতা এবং নৈতিক মানদণ্ড মেনে চলা হয়েছে কি না, এসব মূল্যায়ন করেন এবং তাদের সুপারিশ ও মন্তব্য প্রদান করেন।এই বছর(২০২৫)থেকে সংশপ্তক পত্রিকা গবেষণা প্রবন্ধ মূল্যায়নের জন্য ডবল ব্লাইন্ড রিভিউ প্রক্রিয়া মেনে চলবে।

Scroll to Top